Wrestlers vs WFI: ব্রিজভূষণ বিতর্ক, অযোধ্যায় বাতিল কুস্তি ফেডারেশনের বার্ষিক সভা

বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন দেশের তাবড় তাবড় কুস্তিগীররা।

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ (Photo Credit: Twitter)

বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন দেশের তাবড় তাবড় কুস্তিগীররা। দেশের কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানি থেকে নিগ্রহ, খারাপ ব্যবহারের অভিযোগে সরব অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক থেকে বজরং পুনিয়ারা। কুস্তিগীরদের চাপে পড়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক তদন্ত কমিটি গড়ে। তদন্ত না হওয়া পর্যন্ত ব্রিজভূষণকে সরে যেতে বলা হয়।

এরই মধ্যে আজ, রবিবার অযোধ্যায় দেশের কুস্তি ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা ছিল। সকাল দশটা থেকে শুরু হওয়ার কথা ছিল এই সভার। কিন্তু ব্রিজভূষণ বিতর্কের কারণে সেই সভা বাতিল হল। অলিম্পিকে কুস্তিই ভারতকে সবচেয়ে বেশী পদক এনে দিয়েছে। সেই খেলাই এখন ঘোর আঁধারে।

দেখুন টুইট