IPL Auction 2025 Live

Wrestlers Protest: ব্রিজ ভূষণ ঘনিষ্ঠ কর্তার কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড, নয়া অ্যাডহক কমিটির প্রস্তাব কেন্দ্রের

সঞ্জয় সিং কুস্তির নয়া সভাপতি নির্বাচিত হওয়ার পরেই প্রতিবাদে খেলা ছাড়েন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক।

Wrestlers Protest (Photo Credits: Twitter)

কুস্তিতে ইমেজ বাঁচাতে ময়দানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। দেশের মহিলা ক্রীড়াবিদদের ওপর যৌন হেনস্থা কাণ্ডে নাম জড়ানো প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংয়ের প্রভাব কুস্তির নয়া ফেডারেশনে স্পষ্ট। আর তাই নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং সহ কুস্তি ফেডারেশনের সব কর্তাদের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ভারতীয় কুস্তি ফেডারেশনের যাবতীয় কাজকর্ম সাসপেন্ডের পর অ্যাড হক কমিটি গঠনের প্রস্তাব দিল অনুরাগ ঠাকুরের মন্ত্রক। ভারতীয় কুস্তি পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য অ্যাড হক কমিটি ঘুরতে ভারতীয় অলিম্পিক সংস্থাকে নির্দেশ দিয়েছে ক্রীড়া মন্ত্রক।

প্রাক্তন কুস্তি সভাপতি ব্রিজ ভূষণ সিং দাবি করেছেন তাঁর সঙ্গে এখন কুস্তির রাজনীতি বা প্রশাসনের কোন সম্পর্ক নেই। কিন্তু কুস্তি সংস্থার নির্বাচনের আগে তিনিই বলেছিলেন সঞ্জয় সিং তার লোক। সঞ্জয় সিং কুস্তির নয়া সভাপতির নির্বাচিত হওয়ার পরেই প্রতিবাদে খেলা ছাড়েন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক। একই কারণে প্রতিবাদ জানিয়ে পদ্মশ্রী ছাড়েন বজরং পুনিয়া।

দেখুন খবরটি

— ANI (@ANI) December 24, 2023

 

 

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)