Thailand Para-Badminton International 2023: প্যারা-ব্যাডমিন্টন ফাইনালে প্রমোদ ভগত, সেমিফাইনালে সুকান্ত কদম

পুরুষদের ডাবলসে ভগত ও কদমের সামনে এখন জাপানের জোও ডংজাই ও শিন কিয়ুং হোয়ান

Pramod Bhagat & Sukant Kadam (Photo Credit: Pramod Bhagat/ Twitter)

থাইল্যান্ড প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২৩-এর পুরুষ সিঙ্গলসের ফাইনালে উঠেছেন ভারতের প্রমোদ ভগত। আর পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন সুকান্ত কদম। প্রমোদ ভগত লিগের সব ম্যাচ জিতেছেন এবং এসএল-৩ বিভাগের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওলেক্সান্দ্র চিরকভকে স্ট্রেট সেটে পরাজিত করেছেন। ৩০ মিনিটের মধ্যে কোয়ার্টার ফাইনাল জিতে নেন পদ্মশ্রী পদকজয়ী এই শাটলার। শেষ পর্যন্ত স্কোর ২১-১৫, ২২-২০। সেমিফাইনালে জাপানের দাইসুকে ফুজিহারাকে ২১-১২, ২১-১৯ গেমে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের ড্যানিয়েল বেথেললের মুখোমুখি হবেন তিনি। অন্য দিকে, সুকান্ত কদমও তাঁর সিঙ্গলস লিগের সব ম্যাচ জিতে নিজের দুরন্ত ফর্মের পরিচয় দিয়েছেন। ৫০ মিনিটের লড়াইয়ে ভারতের নিলেশ বালু গায়কোয়াড়কে ২১-১৮, ১৮-২১, ২১-১৫ গেমে হারান তিনি। এখন সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের লুকাস মাজুর। পুরুষদের ডাবলসে ভগত ও কদমের সামনে এখন জাপানের জোও ডংজাই ও শিন কিয়ুং হোয়ান।