Tejaswani: জুনিয়র বিশ্বকাপ শ্যুটিংয়ে সোনা তেজস্বিনীর, ভারতের তিন সোনায় ম্লান চিন

জার্মানিতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপে (ISSF Junior World Cup Germany) সোনা জিতলেন ভারতের দুই শ্যুটার তেজস্বিনী (। সোমবার মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতে তেজস্বিনী। চলতি জুনিয়র বিশ্বকাপে ভারতের এটি তৃতীয় সোনা। এই সোনার সুবাদে পদক তালিকায় চিনকে পিছনে ফেলে শীর্ষে উঠে গিয়েছে ভারতীয় জুনিয়র শ্য়ুটিং দল।

Palak Gulia (Photo Credit: @ShimonSharif/ X)

জার্মানিতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপে ( Germany) সোনা জিতলেন ভারতের দুই শ্যুটার তেজস্বিনী (Tejaswani)। সোমবার মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতে তেজস্বিনী। চলতি জুনিয়র বিশ্বকাপে ভারতের এটি তৃতীয় সোনা ও ১১তম পদক। এই সোনার সুবাদে পদক তালিকায় চিনকে পিছনে ফেলে শীর্ষে উঠে গিয়েছে ভারতীয় জুনিয়র শ্য়ুটিং দল। এখন পর্যন্ত ভারত এই বিশ্বকাপ থেকে তিনটি সোনা, চারটি রুপো সহ মোট ১১টি পদক জিতেছে। সেখানে দ্বিতীয় স্থানে থাকা চিন ৩টি সোনা সহ মোট ৪টি পদক জিতেছে।

চলতি জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে ভারতের প্রথম সোনার পদকটা জিতেছিল ১৭ বছরের কনক বুধওয়ার। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতে কনক। তার আগে চলতি জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সোনা জেতে শামভাবি কিশিসাগর।

তেজস্বিনীর সোনা

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement