Sania Mirza: শেষ সেটে ০-৬ হেরে শেষ সানিয়া মির্জার বর্ণময় কেরিয়ার, ছলছলে চোখে কোর্ট ছাড়লেন

জীবনের শেষ পেশাদার ম্যাচ খেলে ফেললেন ভারতীয় টেনিসের 'পোস্টার গার্ল' সানিয়া মির্জা (Sania Mirza)। দুবাই টেনিস চ্য়াম্পিয়নশিপে মহিলাদের ডবলসে আমেরিকার ম্যাডিসন কি-কে নিয়ে নেমে সানিয়া ৪-৬, ০-৬ হারলেন।

Sania Mirza. (Photo Credits:Twitter)

জীবনের শেষ পেশাদার ম্যাচ খেলে ফেললেন ভারতীয় টেনিসের 'পোস্টার গার্ল' সানিয়া মির্জা (Sania Mirza)। দুবাই টেনিস চ্য়াম্পিয়নশিপে মহিলাদের ডবলসের প্রথম রাউন্ডে আমেরিকার ম্যাডিসন কি-কে নিয়ে নেমে সানিয়া ৪-৬, ০-৬ হারলেন। সেই সঙ্গে সানিয়ার বর্ণময় কেরিয়ারে ইতি হল। ছলছলে চোখে কোর্ট ছাড়লেন ৩৬ বছরের সানিয়া। দীর্ঘ ২০ বছরের পেশাদার টেনিস কেরিয়ারের শেষটা হল শেষ সেটে ০-৬ হেরে।

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসের ফাইনালে হেরে গ্র্যান্ডস্লামে শেষ ম্যাচে খেলেছিলেন সানিয়া। সানিয়া আগেই বলেছিলেন, দুবাই ওপেনই তাঁর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হবে। টেনিস থেকে অবসরের পর সানিয়াকে এবার দেখা ক্রিকেটে। মহিলাদের আইপিএলে স্মৃতি মন্ধনা, রিচা ঘোষদের ফ্র্যাঞ্চাইজি আরসিবি-র মেন্টর হিসেবে থাকছেন তিনি। আরও পড়ুন- মহিলাদের টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ড মহিলা দলের

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)