Rohit Sharma On MS Dhoni: বিশ্বজয়ের পর রোহিতের মুখে ধোনির প্রশংসা, মাহির উদ্দেশ্যে কী বললেন হিটম্যান?
জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। এই আনন্দে সামিল হয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। ভারতের এই জয়কে জন্মদিনের সেরা উপহার হিসেবেই দেখছেন ধোনি। আর বিশ্বজয়ের পর রোহিতের মুখেও উঠে এল মাহির নাম।
নয়াদিল্লিঃ ২০০৭, মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) শিরোপা উঠেছিল ভারতের (Team India)মাথায়। মাঝে কেটে গিয়েছে ১৭ বছর। ফের রোহিত শর্মার (Rohit Sharma)হাত ধরে বিশ্বকাপ এসেছে দেশে। জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। এই আনন্দে সামিল হয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। ভারতের এই জয়কে জন্মদিনের সেরা উপহার হিসেবেই দেখছেন ধোনি। আর বিশ্বজয়ের পর রোহিতের মুখেও উঠে এল মাহির নাম। ধোনির অভিনন্দনে আবেগে ভাসছেন রোহিতও। বার্বাডোজে দাঁড়িয়ে তখন কথা জড়িয়ে যাচ্ছে রোহিতের। স্বপ্নকে কাছ থেকে ছুঁলে বোধ হয় এমনটাই হয়! তাও কাঁপা-কাঁপা গলায় বললেন, "ধোনি ভাই সারাজীবন ভাল খেলেছেন। দেশের জন্য অনেককিছু করেছেন। ভাল লাগছে ওঁ আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসী এটাই চেয়েছিল আমরা জিতি। তাই হয়েছে। এতেই আমি খুশি।"
দেখুন কী বলছেন রোহিত শর্মা
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)