French Open 2021: চোটেই শেষ ফেডেরারের অভিযান, এটাই শেষ নয়তো!

ফরাসি ওপেন থেকে চোটের কারণে সরে দাঁড়ালেন ৩৯ বছরের সুইস টেনিস তারকা রজার ফেডেরার (Roger Federer)। চতুর্থ রাউন্ডের ম্যাচে মাত্তেও বারেত্তেনি-র ম্যাচে ওয়াকওভার দিলেন রজার ফেডেরার।

ফরাসি ওপেন থেকে চোটের কারণে সরে দাঁড়ালেন ৩৯ বছরের সুইস টেনিস তারকা রজার ফেডেরার (Roger Federer)। চতুর্থ রাউন্ডের ম্যাচে মাত্তেও বারেত্তেনি-র  বিরুদ্ধে ওয়াকওভার দিলেন রজার ফেডেরার।  এই ম্যাটে জিতলে রজার ফেডেরারের মুখোমুখি হতে পরাতেন ফেডেরার। কিন্তু সেসব কিছু হল না।  গতকাল, রাতের ম্যাচে তৃতীয় রাউন্ডে প্রায় সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে কঠিন ম্যাচে ফেডেরার জেতেন ৭-৬(৫), ৬-৭(৩), ৭-৬(৪), ৭-৫ জার্মানির ডোমেনিক কোয়েফারের বিরুদ্ধে। জয়ের পর তিনি বলছেন, প্যারিসে এভাবে পরপর তিনটে ম্যাচ জিতব ভাবতে পারেনি। ক্লে কোর্টে ফিটনেসের একেবারে চূড়ান্ত থাকতে হয়। এই বয়সে দুবার হাঁটুর অপারেশন হওয়া ফেডেরার আর টানতে পারলেন  না।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now