Cricketer Raja Babu: জাতীয় স্তরে ২০ বলে ৬৭ করা ক্রিকেটার এখন ই রিকশার চালক

জাতীয় স্তরে খেলা বিশেষভাবে সক্ষম এক ক্রিকেটারের জীবন এখন চরম দারিদ্রতায় কাটছে।

জাতীয় স্তরে খেলা বিশেষভাবে সক্ষম এক ক্রিকেটারের জীবন এখন চরম দারিদ্রতায় কাটছে। আইপিএলের দেশে যেখানে একদিকে কোটি কোটি টাকা ওড়ে, তখন সেই খেলারই বিশেষভাবে সক্ষম ক্রিকেটারের দুবেলা ঠিকতম আহার জোটে না। তিনি হলেন রাজা বাবু। জাতীয় স্তরের টুর্নামেন্টে ক বছর আগে উত্তরপ্রদেশের হয়ে দিল্লির বিরুদ্ধে হুইল চেয়ার ক্রিকেটে খেলে ২০ বলে ৬৭ রান করে চমকে দিয়েছিলেন রাজাবাবু। একটা পা নেই, হুইল  চেয়ার ছাড়া হাঁটার ক্ষমতা নেই। তবু ধোনির মত হেলিকপ্টার শট খেলতে পারত। করোনা না এসে পড়লে হয়তো রাজাবাবু হুইল চেয়ার ক্রিকেটে দেশের হয়েও খেলতেন।

এরপর ধারাবাহিকবাবে ভাল খেলে বেশ কিছু সম্বর্ধনা, পুরস্কারও পান। কিন্তু জীবন বড় কঠিন। করোনার কঠিন সময়ে কোনওরকমে বেঁচে থেকে সেই রাজাবাবু এখন গাজিয়াবাদে ই রিকাশা চালায়, সকালে দুধ বিক্রি করে। আরও পড়ুন- জাতীয় স্তরে ২০ বলে ৬৭ করা ক্রিকেটার এখন ই রিকশার চালক

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)