Prannoy H. S: একটা ভুল শটের মাসুলে খেতাব হাতছাড়া, অসম্ভব লড়ে ফাইনালে একটুর জন্য হার প্রণয়ের
অসামান্য লড়াইয়ের পরেও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারতে হল ভারতের তারকা শাটলার প্রণয় এইচএইস-কে।
অসামান্য লড়াইয়ের পরেও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারতে হল ভারতের তারকা শাটলার প্রণয় এইচএইস-কে। রবিবার সিডনিতে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে চিনের উয়েং হংইয়াংয়ের কাছে প্রণয় হারলেন ৯-২১, ২৩-২১, ২০-২২। প্রথম গেমে একেবারে উড়ে যাওয়ার পর দ্বিতীয় গেমে অসম্ভব লড়াই করে ম্যাচে সমতায় ফেরেন।
এরপর তৃতীয় তথা নির্ণায়ক গেমে দু জনের মধ্যে দারুণ লড়াই হয়। নির্ধারক গেমে একটা সময় ১৯-১৪ দাঁড়িয়ে ছিলেন প্রণয়। এরপর ম্যাচ পয়েন্টেও ছিলেন। কিন্তু শেষে একেবারে একটা পয়েন্টের জন্য হারতে হয় প্রণয়কে। চলতি বছর মালয়েশিয়া ওপেনের ফাইনালেও চিনের উয়েংয়ের কাছে হেরেছিলেন কেরলের ৩১ বছরের তারকা শাটলার।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)