ICC: ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত ৩টি আইসিসি টুর্নামেন্ট হবে ভারতে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত আগামী আট বছরে আইসিসি-র মেগা ইভেন্টগুলির আয়োজক দেশের নাম ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত সাদা বলে আইসিসি-র আটটা টুর্নামেন্ট আয়োজিত হবে, তার মধ্যে ভারতে হবে একটা ওয়ানডে বিশ্বকাপ সহ ৩টি মেগা ইভেন্ট।

ICC T20 World Cup Trophy। (Photo Credits: Twitter)

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত আগামী আট বছরে আইসিসি (ICC)-র মেগা ইভেন্টগুলির আয়োজক দেশের নাম ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত সাদা বলে আইসিসি-র আটটা টুর্নামেন্ট আয়োজিত হবে, তার মধ্যে ভারতে হবে একটা ওয়ানডে বিশ্বকাপ সহ ৩টি মেগা ইভেন্ট। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করা হল। ২০২৬ টি-২০ বিশ্বকাপ শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে আয়োজন করবে ভারত।

এরপর ২০২৯ সালের অক্টোবরে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে ভারত ও বাংলাদেশ। ২০২৪ টি-২০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেল ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। নামিবিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মত বাইশ গজের দুনিয়ায় ছোট দেশও তাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করবে। আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় সভ্যতা শুরুর আগে বড় কথা বললেন কোচ রাহুল

দেখুন টুইট