Ravi Dahiya: ট্রায়ালের শুরুতেই হার, এশিয়ান গেমসে খেলার যোগ্যতা পেলেন না অলিম্পিক পদকজয়ী রবি দাহিয়া
অলিম্পিক ও বিশ্ব কুস্তিতে পদক জয়ী রবি ট্রায়ালের প্রথম রাউন্ডেই হেরে গেলেন আতিশ তোদকারের বিরুদ্ধে।
সেপ্টেম্বরে চিনে হতে চলা এশিয়ান গেমসে খেলার যোগ্যতা পেলেন না ভারতের তারকা কুস্তিগীর রবি দাহিয়া (Ravi Dahiya)। অলিম্পিক ও বিশ্ব কুস্তিতে পদক জয়ী রবি ট্রায়ালের প্রথম রাউন্ডেই হেরে গেলেন আতিশ তোদকারের বিরুদ্ধে। রবিবার দিল্লিতে ৫৭ কেজি বিভাগের ট্রায়ালে রবিকে ২০-৮ হারালেন মহারাষ্ট্রের আতিশ। ২০২০ টোকিও অলিম্পিকে ৫৭ কেজি বিভাগে রুপো জিতেছিলেন রবি দাহিয়া। পাশাপাশি হরিয়ানা তারকা এই কুস্তিগির ২০১৯ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। পাশাপাশি গত বছর রবি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জেতেন।
কুস্তিতে ভারত কাদের পাঠাবে তা ঠিক হচ্ছে দিল্লিতে ট্রায়ালের মাধ্যমে। ট্রায়ালে বেশ কিছু অঘটন দেখা যাচ্ছে। ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনরত দুই কুস্তিগির বজরং পুনিয়া ও ববিতা ফোগাত ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে যোগদানের ছাড়পত্র পেয়েছেন। দু জনেই গত এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)