Marcelo Bielsa: উরুগুয়ের কোচ হচ্ছেন সেই বিয়েলসা

উরুগুয়ের কোচ হচ্ছেন ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার মহাতারকা ঠাসা দলের মহাব্যর্থ কোচ মার্সেলো বিয়েলসা

কাভানির গোলে জিতল উরুগুয়ে। FIFA World Cup 2018 (Photo Credits: Getty Images)

উরুগুয়ের কোচ হচ্ছেন ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার মহাতারকা ঠাসা দলের মহাব্যর্থ কোচ মার্সেলো বিয়েলসা (Marcelo Bielsa)। যদিও বিয়েলসা দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে মহাব্যর্থতার দু বছর পর আর্জেন্টিনাকে অলিম্পিকে সোনা এনে দিয়েছিলেন। আর্জেন্টিনার প্রাক্তন কোচ বিয়েলসাকেই এবার উরুগুয়ে ফুটবলের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ের কোচ হচ্ছেন বিয়েলসা। দিয়েগো আলান্সোর জায়গায় দায়িত্বে আসছেন তিনি।

গত বছর কাতার বিশ্বকাপে আলোন্সের কোচিংয়ে খেলে উরুগুয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। তার আগে দীর্ঘ ১৫ বছর উরুগুয়ের কোচিং করে দেশকে দারুণ জায়গায় নিয়ে গিয়েছিলেন অস্কার তাবারেজ।

বিয়েলসা এখন উরুগুয়ের আসন্ন দুটি প্রদর্শনী ম্যাচ দিয়ে দায়িত্ব নেবেন। তবে তাঁর আসল চ্যালেঞ্জ শুরু ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফাই পর্বের ম্য়াচ দিয়ে। আগামী সেপ্টেম্বর থেকে লাতিন আমেরিকায় শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। আরও পড়ুন-যশস্বীর সেঞ্চুরির জন্য ওয়াইড ব্লক সঞ্জুর, ভক্তদের স্মৃতিতে কোহলি-মাহির কথা

দেখুন টুইট

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)