Manu Bhaker meets Rahul Gandhi: রাহুলের সঙ্গে সাক্ষতে এলেন চলতি অলিম্পিকে দ্বৈত পদকজয়ী মনু, সংসদের কক্ষে চলল মিষ্টিমুখ
চলতি অলিম্পিকে দ্বৈত পদকপ্রাপ্তি হয়েছে মনুর। প্রথমে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জেতেন মনু। এরপর, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু এবং সরবজ্যোত সিংকে
চলতি প্যারিস অলিম্পিকে দ্বৈত পদক জয়ী মনু ভাকর (Manu Bhaker) সপরিবারে দেখা করতে এলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে। আজ শুক্রবার সংসদ ভবনে বিরোধী দলনেতার কক্ষে সপরিবারে এসে পৌঁছন মনু। সঙ্গে ছিলেন মনুর কোচ জসপাল রানাও। দেখা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে। দ্বৈত ব্রোঞ্জ জয়ী মনুর হাতে ফুলের তোড়া তুলে দেন রাহুল। সকলকে মিষ্টিমুখ করান তিনি। একই অলিম্পিক্সে পরপর দুটি পদক জয়ী হয়ে স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস রচনা করেছেন মনু। প্রথমে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জেতেন মনু। এরপর, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু এবং সরবজ্যোত সিংকে (Sarabjot Singh)।
রাহুলের সঙ্গে সাক্ষাৎ...