Malaysia Open 2023: সিন্ধু-প্রণয়দের ব্যর্থতার মাঝে চিরাগ হয়ে জ্বলে সেমিতে স্বস্তিকরা

রথি-মহারথিরা সব বিদায় নিয়েছেন। এর মাঝেই চিরাগ হয়ে জ্বলে উঠলেন স্বস্তিক সিরাইজরা।

Satwiksairaj and Chirag Shetty. (Photo Credits:Twitter)

রথি-মহারথিরা সব বিদায় নিয়েছেন। এর মাঝেই চিরাগ হয়ে জ্বলে উঠলেন স্বস্তিক সিরাইজরা। মালয়েশিয়ান ওপেনে পুরুষদের ডবলসের সেমিফাইনালে উঠলেন চিরাগ শেট্টি-স্বস্তিকসাইরাজ রানকিরেড্ডি। কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে হেরেও চিরাগ-স্বস্তিকরা জিতলেন ১৭-২১, ২২-২০,২১-৯ চিনের লিউ উইচেন-ওউ জিওয়ানির বিরুদ্ধে।

সেমিফাইনালে শনিবার চিরাগ-স্বস্তিকদের সামনে আরও এক চিনের জুটি। এর আগে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হারেন এইচ এস প্রণয়। মহিলাদের সিঙ্গলসের শুরুতেই হেরে বিদায় নিয়েছেন পিভি সিন্ধু ও সাইন নেহওয়াল।

দেখুন টুইট

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now