Lakshya Sen: লক্ষ্যভ্রস্ট! বিশ্ব ব্য়াডমিন্টনে শীর্ষ বাছায়ের কাছে শুরুতেই হেরে বিদায় লক্ষ্য সেনের

প্যারিসে আয়োজিত বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপের শুরুতেই বিদায় নিলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। সোমবার বিশ্ব ব্য়াডমিন্টনের প্রথম দিনে প্রথম রাউন্ডে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য হারলেন দুনিয়ার এক নম্বর শাটলার চিনের শি ইউ কুইয়ের বিরুদ্ধে।

Lakshya Sen. (Photo Credits:X)

প্যারিসে আয়োজিত বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপের শুরুতেই বিদায় নিলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। সোমবার বিশ্ব ব্য়াডমিন্টনের প্রথম দিনে প্রথম রাউন্ডে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য হারলেন দুনিয়ার এক নম্বর শাটলার চিনের শি ইউ কুইয়ের বিরুদ্ধে। ৫৪ মিনিটের টানাটন লড়াইটয়ের শেষের দিকে দারুণ লড়াই করলেও বিশ্বের ২১ নম্বর খেলোয়াড় লক্ষ্য হারলেন ১৭-২১, ১৯-২১। দ্বিতীয় গেমে শুরুতে এগিয়ে থাকলেও শি কুইয়ের ফিটনেসের কাছে শেষের দিকে এঁটে উঠতে পারলেন না ভারতের তারকা শাটলার। চলতি বছর এটা নিয়ে লক্ষ্য সেন মোট সাতটি টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন। চলতি বছর তিনি শুধুমাত্র ম্যাকাও ওপেনের সেমিফাইনাল ও ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন।

চলতি বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে ভারতের বাজি ১৫ তম বাছাই পিভি সিন্ধু প্রথম রাউন্ডে খেলবেন ৬৬ তম বাছাই বুলগেরিয়ার কালোয়ানা নালবানতোভার বিরুদ্ধে। পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয় খেলবেন ফিনল্য়ান্ডের জোয়াকিম ওল্ডোরফের বিরুদ্ধে। পুরুষদের ডবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি প্রথম রাউন্ডে বাই পেয়েছেন।

দেখুন খবরটি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement