Kieron Pollard: শেষ ৮ বলে ৭টা ছক্কা হাঁকিয়ে অনন্য নজির কায়রন পোলার্ডের

যাহা মারিব ছক্কা মারিব, ছক্কা ছাড়া হাঁকাইবো না। সোমবার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে তারৌবার মাঠে ত্রিনিদাদ নাইট রাইডার্সের হয়ে কায়রন পোলার্ডে যে ব্যাটিংটা করলেন, তাকে সংক্ষেপে এরকম স্লোগানই দিতে হয়। টানা ৪ বলে চারটি ওভার বাউন্ডারি। টানা ৮ বলে ৭টি ছক্কা হাঁকালেন পোলার্ড।

Holder, Pollard.

Kieron Pollard: যাহা মারিব ছক্কা মারিব, ছক্কা ছাড়া হাঁকাইবো না। সোমবার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে তারৌবার মাঠে ত্রিনিদাদ নাইট রাইডার্সের হয়ে কায়রন পোলার্ডে যে ব্যাটিংটা করলেন, তাকে সংক্ষেপে এরকম স্লোগানই দিতে হয়। টানা ৪ বলে চারটি ওভার বাউন্ডারি। টানা ৮ বলে ৭টি ছক্কা হাঁকালেন পোলার্ড। বিপক্ষের আফগান স্পিনার ওয়াকার সালামখেইলের ১৬তম ওভারে টানা ৪টি ওভার বাউন্ডারি হাঁকান পোলার্ড। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্য়াটট্রিয়টস দলের বিরুদ্ধে ম্যাচে এমন অবিশ্বাস্য কাজটাই করলেন পোলার্ড। শেষ পর্যন্ত ২৯ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ৩৮ বছরের ত্রিনিদাদ নাইটদের তারকা ব্যাটার।

তাঁর ইনিংসের শেষ ১৬ বলে ৫৩ রান করেন পোলার্ড। শেষ পর্যন্ত পোলার্ড ঝড়ে প্রথেম ব্যাট করে ত্রিনিদাদ নাইট রাইডার্স করল ৬ উইকেটে ১৭৯ রান। ত্রিনিদাদ রাইডার্সে রয়েছেন কলিন মুনরো, আলেক্স হেলস, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেলের মত তারকারা। নেতৃত্বে রয়েছেন পুরান।

দেখুন পোলার্ডের ঝড়

পোলার্ডের নজির

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement