Gangnam Style Dance Celebration: গ্যাংনাম স্টাইল নেচে কাপ জয়ে আনন্দে মাতলেন জাদেজা, হর্ষিতরা

দুবাইয়ে নিউ জিল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে ভাসলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা আরও একটা আইসিসি ট্রফি জয়ের খুশিতে আত্মহারা হলেন।

Team India. (Photo Credits: X)

দুবাইয়ে নিউ জিল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে ভাসলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা আরও একটা আইসিসি ট্রফি জয়ের খুশিতে আত্মহারা হলেন। কাপ জয়ের আনন্দে 'গ্যাংনাম স্টাইল'নাচতে দেখা গেল রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, আর্শদীপ সিং-দের। ২০১৩ সালে দক্ষিণ কোরিয়া পিএসআইয়ে গ্য়াংনাম স্টাইল সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আনন্দে গ্য়াংনাম স্টাইলে নেচেছিলেন বিরাট কোহলি। ১২ বছর পর কোহলির সেই নাচকে অনুকরণ করে মাতালেন রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, আর্শদীপ সিং-রা। তবে বিরাট এবার নাচলেন না। বললনে, তার বয়স হয়ে গিয়েছে।

মাঠে উপস্থিত সঞ্চালক বিরাট কোহলিকে জিজ্ঞাসা করেন 'গ্যাংনাম স্টাইল' নাকি 'পুষ্পা', কোন গানে নাচতে চান? সেটা শুনে হেসে কোহলি বলেন, "না, না। আমি নয়। আমার বয়স হয়ে যাচ্ছে।" ৯ মাসের অন্তরে দ্বিতীয়বার আইসিসি কাপ হাত তুলে রোহিত বললেন, দারুণ লাগছে।

গ্যাংনাম স্টাইলে নাচলেন হর্ষিত রানারা

গ্যাংনাম নাচ টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement