IPL 2023: ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট বিরাটের, চিন্তার কারণ নেই বললেন আর সি বি কোচ সঞ্জয় বাঙ্গার

রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলার সময় বিজয় শঙ্করের ক্যাচ নিতে গিয়ে হাঁটুতে চোট পান বিরাট, অনেকক্ষণ বসে থাকার পর ফিজিওর সঙ্গে তাঁকে মাঠের বাইরে বেরিয়ে যান তিনি। বাকিটা সময় ডাগ আউটে বসে থাকতে দেখা যায় তাঁকে।

Kohli’s Knee Injury, Sanjay Bangar gives update Photo Credit: Twitter@ImTanujSingh

শুভমন গিলের দুর্ধর্ষ পাল্টা শতরানে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) কাছে ম্যাচ হেরে আইপিএলের প্লে-অফের সমীকরণ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) বিদায় নিতে হলেও ২২গজে যে এখনও বিরাটের ব্যাটিং-বিক্রম যে একই উচ্চমার্গের, সেটা বুঝিয়ে দিয়েছেন কোহলি। ৭ই জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আর সেখানে যে ভারত নির্ভর করে আছে বিরাটের ওপরে তা বলাই যায়। তবে  গতকালের (২১ মে) গুজরাট ম্যাচে বিরাটের চোটে চোখ কপালে উঠেছে অনেকের। তবে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরু RoyalChallengersBangalore)-র প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার(Sanjay Bangar) নিশ্চিত করেছেন যে বিরাট কোহলির চোট গুরুতর নয়।  রবিবার গুজরাট টাইটান্সের (GujaratTitans)-এর বিরুদ্ধে খেলার সময়  বিজয় শঙ্করের ক্যাচ নিতে গিয়ে হাঁটুতে চোট পান বিরাট, অনেকক্ষণ বসে থাকার পর ফিজিওর সঙ্গে তাঁকে মাঠের বাইরে বেরিয়ে যান তিনি। বাকিটা সময় ডাগ আউটে বসে থাকতে দেখা যায় তাঁকে।  তবে সেই চোট কতটা তা এখনও জানা যায় নি।শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নয় , এরপর এশিয়া কাপ এবং তারপর ৫০ ওভারের বিশ্বকাপেও রোহিতের ঘোড়া বিরাট। তাই এই চোট নিয়ে চিন্তিত গোটা দেশ।