Roshibina Devi: বিশ্বের বর্ষসেরা উশু খেলোয়াড় মনোনিত হলেন মণিপুরের রোশিবিনা দেবী

ভারতের তারকা উশু খেলোয়াড় নওরেম রোশিবিনা দেবী ( Roshibina Devi) বড় স্বীকৃতি পেলেন। ২০২৩ সালে উসুর সান্দা বিভাগে বিশ্বসংস্থার বিচারে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মণিপুরের ২৩ বছরের মেয়ে রোশিবিনা।

Roshibina Devi. (Photo Credits: X)

ভারতের তারকা উশু খেলোয়াড় নওরেম রোশিবিনা দেবী ( Roshibina Devi) বড় স্বীকৃতি পেলেন। ২০২৩ সালে উসুর সান্দা বিভাগে বিশ্বসংস্থার বিচারে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মণিপুরের ২৩ বছরের মেয়ে রোশিবিনা। গত বছর এশিয়ান গেমসে উশুর সান্দা বিভাগের ৬০ কেজিতে রুপো জেতেন রোশিবিনা।

উশুতে সান্দা বিভাগে আন্তর্জাতিক ফেডারেশনের বিচারে বর্ষসেরার স্বীকৃতি পেলেন রোশিবিনা দেবী। চলতি বছর অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় মণিপুরের বিষণপুর জেলার মেয়ে রোশিবিনাকে। এর আগে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন রোশবিনা।

আন্তর্জাতিক উশুতে মুলত দুটি বিভাগ আছে- ১) তাওলু (সাধারণ বিভাগ), ২) সান্দা (ফ্রি-ফাইটিং কম্পিটিশন)। রোশিবিনা খেলেন উশুর সান্দা বিভাগে।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now