India Win 2nd Test Against England: ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রানে জয় ভারতের, অশ্বিন-বুমরাহর বোলিং এ দুরন্ত কামব্যাক (দেখুন টুইট)

দ্বিতীয় সেশনে বুমরাহ আসতেই যেন থরহরি কম্প ধরে যায় ইংল্যান্ডের ব্যাটিং এ।টম হার্টলি ও বেন ফোকসের পার্টনারশিপ ভেঙে দেন বুমরাহ। এরপর বাকি ১৪ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায় জো রুটদের।এই জয়ের ফলে ১-১ স্কোরে টেস্ট সিরিজে সমতা বজায় রাখল ভারত।

India Win 2nd Test photo Credit: Twitter@BCCI

জয় প্রত্যাশিত ছিল, অপেক্ষা ছিল সময়ের। সেই সময় এল জসপ্রীত বুমরাহ র হাত ধরে। ২৯২ রানে ১০ উইকেট খুয়ে টেস্ট ম্যাচ হারল ইংল্যান্ড। সকাল থেকেই নিয়মিত ভাবে উইকেট পতন চলছিল ইংল্যান্ড বাহিনীর। গতকাল ১ উইকেট হারিয়ে ৬৭ রানে ব্যাট করছিল তারা। আজ প্রথম সেশনেই অক্ষর প্যাটেলের বলে প্রথম ধাক্কা লাগে ব্যাটিং শিবিরে। এরপর রবিচন্দ্রন অশ্বিন এর স্পিনের যাদুতে নিয়মিত উইকেট হারাতে থাকে তাঁদের। দ্বিতীয় সেশনে বুমরাহ আসতেই যেন থরহরি কম্প ধরে যায় ইংল্যান্ডের ব্যাটিং এ।টম হার্টলি ও বেন ফোকসের পার্টনারশিপ ভেঙে দেন বুমরাহ। এরপর বাকি ১৪ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায় জো রুটদের।এই জয়ের ফলে ১-১ স্কোরে টেস্ট সিরিজে সমতা বজায় রাখল ভারত।

 

A splendid bowling display on Day 4 powers #TeamIndia to a 106-run win 🙌

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)