Roshibina Devi Naorem: উসুতে পদক নিশ্চিত করলেন রোশিবিনা দেবী
এশিয়ান গেমসের দ্বিতীয় দিনটা দারুণ যাচ্ছে ভারতের। শ্যুটিং ও মহিলাদের ক্রিকেটে সোনা জিতে পদক তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়েছে টিম ইন্ডিয়া।
এশিয়ান গেমসের দ্বিতীয় দিনটা দারুণ যাচ্ছে ভারতের। শ্যুটিং ও মহিলাদের ক্রিকেটে সোনা জিতে পদক তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়েছে টিম ইন্ডিয়া। একের পর এক পদক আসছে রোয়িং, শ্যুটিংয়ে। হাংঝৌ গেমসের দ্বিতীয় দিনের শেষের দিকে ভারত ২টি সোনা, ৩টি রুপো, ৬টি ব্রোঞ্জ সহ মোট ১১টি পদক জিতেছে।
এর মধ্যে মহিলাদের উসুতে পদক নিশ্চিত হল ভারতের। উসুতে মহিলাদের ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠলেন ভারতের রোশিবিনা দেবী নাওরেম (Roshibina Devi Naorem)। কাজাকাস্তানের আইমান কার্শগায়াকে হারিয়ে পদক জয় নিশ্চিত হল রোশিবিনার। উসুতে ঠিক বক্সিংয়ের মত সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়। কারণ এই খেলায় এশিয়ান গেমসে দুটো ব্রোঞ্জ পদক দেওয়া হয়। সেমিফাইনালে হারলেও তাই অন্তত ব্রোঞ্জ জেতা যায়।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)