H.S Prannoy: সিন্ধু হারলেও ফাইনালে প্রণয়
মালয়েশিয়ান মাস্টার্সের সেমিফাইনালে হারলেন পিভি সিন্ধু। তবে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ভারতের তারকা শাটলার এইচ.এস প্রণয়।
কুয়ালালামপুর, ২৭ মে: মালয়েশিয়ান মাস্টার্সের সেমিফাইনালে হারলেন পিভি সিন্ধু (PV Sindhu)। তবে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ভারতের তারকা শাটলার এইচ.এস প্রণয় (H.S Pranoy)। সেমিফাইনালের প্রথম গেমে ইন্দোনেশিয়ার ক্রিস্টিয়ান আদিনাতার বিরুদ্ধে ১৯-১৭ গেমে এগিয়ে ছিলেন প্রণয়। সেই সময় চোট পেয়ে ছিটকে যান প্রণয়ের প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে প্রণয় জিতেছিলেন ২৫-২৩, ১৮-২১, ২১-১২ জাপানের নিশিমোতোর বিরুদ্ধে।
মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে সিন্ধুকে ১৪-২১, ১৭-২১ হারালেন ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুং। গত মাসে স্পেন মাস্টার্সের ফাইনালে সিন্ধুকে হারিয়েছিলেন তুনজুং। টানা দুটো সাক্ষাতে সিন্ধুকে হারালেন তুনজুং। আরও পড়ুন-PV Sindhu: ফের তুনজুংয়ের কাছে হারলেন পিভি সিন্ধু, এবার মালয়েশিয়া মাস্টার্সের সেমিতে
দেখুন টুইট
এদিন প্রথম গেমে সিন্ধুকে দাঁড়াতেই দেননি তুনজুং। তবে দ্বিতীয় গেমে লড়াই করলেও, শেষের দিকে নিজের ভুলে হারেন পরপর দুটো অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় শাটলার
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)