Rahul Tewatia Run Out: মুম্বইয়ের বিরুদ্ধে হাস্য়করভাবে রান আউট রাহুল তেওয়াতিয়া, দেখুন ভিডিয়ো
শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের ব্যাটার রাহুল তেওয়াতিয়ার রান আউটাকে বলা হচ্ছে, কমেডি অফ এরর্স। আইপিএলে মাঝেমাঝেই দেখা যায় বেশ কিছু হাস্যকর কায়দায় আউট।
শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের ব্যাটার রাহুল তেওয়াতিয়ার রান আউটাকে বলা হচ্ছে, 'কমেডি অফ এরর্স'। আইপিএলে মাঝেমাঝেই দেখা যায় বেশ কিছু হাস্যকর কায়দায় আউট। এবার সেই তালিকায় যোগ হল মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ৬ নম্বরে ব্যাট করতে নামা গুজরাটের রাহুল তেওয়াতিরা রান আউটটা। ইনিংসের ১৯ তম ওভারের প্রথম বলে রান নিতে যাওয়ার পর রাহুলের ব্যাট ক্রিজে আটকে যায়, হার্দিক পান্ডিয়ার সরাসরি থ্রো গিয়ে ভাঙে উইকেট। তখন রাহুলের ব্যাট লাইনের বাইরে। তৃতীয় আম্পয়ার অ্যাকশন রিপ্লে দেখে রাহুলকে আউট ঘোষণা করেন।
প্রথমে ব্যাট করে মুম্বইয়ের বিরুদ্ধে গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে করল ৮ উইকেটে ১৯৬ রান। গুজরাটের ওপেনার সাই সুদর্শন (৪১ বলে ৬৩) দারুণ ইনিংস খেলেন। শুবমন গিল (২৭ বলে ৩৮) ও জোস বাটলার (২৪ বলে ৩৯) বিপজ্জনক হয়ে ওঠার মুখে আউট হয়ে যান। প্রতিপক্ষ অধিনায়ক গিলকে আউট করা সহ মুম্বই-য়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন।
দেখুন কীভাবে রান আউট হলেন রাহুল তেওয়াতিয়া
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)