Manchester United: ম্যানচেস্টার ইউনাইউটেড ছাড়ছেন পোগবা, এবার হয়তো জুভেন্তাসে

পল পোগবাকে শেষ অবধি ছেড়ে দিল ম্যানচেস্টার ইউনাইউটেড। আগামী ৩০ জুন ম্যান ইউয়ের সঙ্গে পোগবার চুক্তি শেষ হচ্ছে।

Pogba. (Photo credits: Twitter)

পল পোগবা (Paul Pogba)-কে শেষ অবধি ছেড়ে দিল ম্যানচেস্টার ইউনাইউটেড (Manchester United)। আগামী ৩০ জুন ম্যান ইউয়ের সঙ্গে পোগবার চুক্তি শেষ হচ্ছে। এরপর আর ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা স্ট্রাইকারের চুক্তি করছে না ইংল্যান্ডের ঐতিহ্যশালী এই ক্লাব। ২০১৬ সালে জুভেন্তাস থেকে ৮৯ মিলিয়ন ইউরোয় ম্যান ইউতে অনেক আশা করে পোগবাকে রেকর্ড অর্থে আনা হয়েছিল। রেকর্ডে অর্থের মর্যাদা অবশ্য রাখতে পারেননি পোগবা।

পোগবা এবার হয়তো জুভেন্তাসে যাবেন। আবার এমনও শোনা যাচ্ছে চেলসি ঝাঁপাতে পারে পোগবাকে নিতে। আগামী মরসুমে রোনাল্ডোর পাশে পোগবার জায়গায় কে আসেন সেটাই দেখার।

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now