FIFA: ২০৩০ ও ২০৩৪-এর বিশ্বকাপের আয়োজক দেশ কারা? চলতি বছরেই ঘোষণা করে দিল ফিফা

২৬-এর বিশ্বকাপে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আয়োজক দেশ হিসেবে রয়েছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো।

FIFA World Cup (Photo Credit: X)

২৬-এর বিশ্বকাপে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আয়োজক দেশ হিসেবে রয়েছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। কিন্তু ২০২৬-এর পর ২০৩০ ও ২০৩৪-এ হোস্ট কান্ট্রি কোন কোন দেশ হবে তা এতদিন নিশ্চিত ছিল না। তবে বছর শেষে আগেই ফুটবলপ্রেমীদের জন্য ফিফা (FIFA) দিল বড়সড় সুখবর। বুধবারই ফিফা ঘোষণা করল ২০৩৪-এর বিশ্বকাপের জন্য আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে সৌদি আরব। এছাড়া ২০৩০-এ তিন দেশ একত্রিত হয়ে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। যার মধ্যে রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এই তিন দেশের পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ খেলা হবে বলে জানা গিয়েছে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)