IFA Shield 2025: আই এফ শিল্ডে নামধারী এফ সি-র বিরুদ্ধে আজ মাঠে ইস্টবেঙ্গল,গোল পার্থক্যে এগিয়ে থাকায় জিতলেই ফাইনালে গঙ্গা পাড়ের দল

East Bengal vs Namdhari FC (Photo Credit: Durand Cup/ X)

আইএফএ শিল্ড ফুটবলে ইস্টবেঙ্গল আজ নামধারীএফ সি, র মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর আড়াইটেয়।তিন দলের এই গ্রুপে ইস্টবেঙ্গল  ৪-০ গোলে শ্রীনিধি ডেকান এফ সি কে হারিয়েছিল ।অন্যদিকে নামধারী এফ সি ৩-০ গোলে শ্রীনিধির বিরূদ্ধে জয়ী হয়েছিল। গোল পার্থক্যে  এগিয়ে থাকায় আজকের ম্যাচে ড্র করলেই  ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।

ফাইনালের পথে ইস্টবেঙ্গল

কল্যাণীতে শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি–কে ৪–০ হারিয়েছিল ইস্টবেঙ্গল। আবার নামধারীও শ্রীনিধিকে ৩–০ হারায়। শ্রীনিধিতে কোনও বিদেশি ছিল না। বাকিরাও জুনিয়র ফুটবলার। তাই দুই টিমের কোনও পরীক্ষা হয়নি। এখন যা পরিস্থিতি, ইস্টবেঙ্গলের ড্র করলেই চলবে। কারণ গোলপার্থক্যে নামধারীর চেয়ে এগিয়ে তারা। লাল হলুদ কোচ অস্কার অবশ্য ড্র–য়ের কথা ভেবে টিম নামাবেন না। তাঁর কথায়, ‘নামধারীর ডিফেন্স বেশ ভালো। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে। আমাদের খুবই সতর্ক থাকতে হবে।’

নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবোকুশি প্র্যাক্টিসে নেমে পড়েছেন। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ছাড়পত্র আসেনি। যদি শেষ মুহূর্তেও আসে, তা হলে হিরোশিকে টিমে রাখা হতে পারে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement