ব্যাট হাতে অনবদ্য শামি-বুমরা, ইংল্যান্ডকে জিততে হলে ৬০ ওভার করতে হবে ২৭২ রান
ব্যাট হাতে দলের অপরাজিত থাকা নিশ্চিত করলেন ভারতের হয়ে ৯ ও দশ নম্বরে ব্যাট করতে নামা মহম্মদ শামি ( ও জশপ্রীত বুমরা। ২০৯ রানে ৮ উইকেট থাকা অবস্থায় ব্যাট করতে নেমে শামি-বুমরা খেলা ঘুরিয়ে দিলেন।
ব্যাট হাতে দলের অপরাজিত থাকা নিশ্চিত করলেন ভারতের হয়ে ৯ ও দশ নম্বরে ব্যাট করতে নামা মহম্মদ শামি ( ও জশপ্রীত বুমরা। ২০৯ রানে ৮ উইকেট থাকা অবস্থায় ব্যাট করতে নেমে শামি-বুমরা খেলা ঘুরিয়ে দিলেন। লর্ডস টেস্টে যা ভারত হারছে না তা নিশ্চিত হল শামি (৫৬ অপ)-র হাফ সেঞ্চুরি ও বুমরা (৩৪ অপ)-র লড়াইয়ে। ভারত ডিক্লেয়ার করল ৮ উইকেটে ২৭৮ রানে। প্রথম ইনিংসে ভারত ২৮ রানে পিছিয়ে ছিল। ফলে ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ২৭০ রান, হাতে ৬০ ওভার। এখান থেকে শুধু একটা দলই হারতে পারে তা হল ইংল্যান্ড।