CWG 2022 Day 3 India Schedule: কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারতীয়রা, দেখে নিন সম্পূর্ণ সূচি

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দ্বিতীয় দিন ভারতের জন্য দারুন গিয়েছে। ৪টি পদক এসেছে ভারতের ঝুলিতে। ভারোত্তোলক সঙ্কেত সাগর (Sanket Sargar) ৫৫ কেজি রুপোর পদক জিতে নিয়ে ভারতের পদক তালিকার সূচনা করেছেন। পরে গুরুরাজা পূজারি (Gururaja Poojary) ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং তারপরে মীরাবাই চানু (Mirabai Chanu) মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছেন। ভোররাতে মহিলাদের ৫৫ কেজি বিভাগে ভারতকে রুপোর পদক এনে দিলেন বিন্দ্যারানি দেবী (Bindyarani Devi)। গতকাল ব্যাডমিন্টনে ভারত ৫-০তে শ্রীলঙ্কাকে এবং তারপর অস্ট্রেলিয়াকে হারিয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য পুরুষদের ফেদারওয়েট বিভাগে মুহম্মদ হুসামুদ্দিন (Mohammed Hussamuddin) দক্ষিণ আফ্রিকার আমজোলে ডাইকে হারিয়েছেন। লভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain) তাঁর বিভাগে কোয়ার্টারে ফাইনালে উঠেছেন।

আজও বেশ কয়েকটি পদক আসতে পারে ভারতের ঝুলিতে। আজ মহিলাদের ক্রিকেটে ভারত ও পাকিস্তানের ( India and Pakistan) মধ্যে ম্যাচ রয়েছে। এছাড়াও পুরুষ হকি দল ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে।

দেখুন পুরো সূচি:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)