CWC23 Team of the Tournament: ২০২৩ বিশ্বকাপের সেরা একাদশের নাম প্রকাশ করল আইসিসি, তালিকায় ভারতের ৬ খেলোয়াড় (দেখুন পোস্ট)

গোটা বিশ্বকাপের প্রতিটি খেলোয়াড়ের পারফর্ম্যান্সের নিরিখে চলতি বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল আইসিসি। যেখানে বিজয়ীদলের খেলোয়াড়দের পাশাপাশি স্থান করে নিয়েছে ভারতীয় দলের খেলোয়াড়রাও।

ICC Team of the Tournament Photo Credit: ICC

গত দেড় মাস ধরে চলা বিশ্বযুদ্ধের আসরের সমাপ্তি হয়েছে গতকাল। অপ্রতিরোধ্য ভারতকে ঘরের মাঠে ৬উইকেটে হারিয়ে খেতাব হাতে তুলেছে টিম অস্ট্রেলিয়া। গোটা  বিশ্বকাপের প্রতিটি খেলোয়াড়ের পারফর্ম্যান্সের নিরিখে চলতি বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল আইসিসি। যেখানে বিজয়ীদলের খেলোয়াড়দের পাশাপাশি স্থান করে নিয়েছে ভারতীয় দলের খেলোয়াড়রাও।দেখে নেব আই সিসির তালিকা-

১। কুইন্টন ডি কক , দক্ষিণ আফ্রিকা ((Quinton de Kock,South Africa) - ব্যাটসম্যান ও উইকেট রক্ষক

২। রোহিত শর্মা(Rohit Sharma, India)

৩। বিরাট কোহলি, ভারত (virat Kohli, India)

৪। ড্যারিল মিচেল, নিউজিল্যান্ড (Daryl Mitchell ,New Zealand)

৫। কে এল রাহুল, ভারত (KL Rahul, India)

৬। গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া (Glen Maxwell, Australia)

৭। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja, India)

৮। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah, India)

৯। দিলশান মধুশঙ্কা (Dilshan Madhushanka, Sri Lanka)

১০। অ্যাডাম জাম্পা (Adam Jumpa, Australia)

১১। মহম্মদ শামি (Mohammad Shami, India)

১২। জেরাল্ড কটজি ,দক্ষিণ আফ্রিকা (Gerald Coetzee ,South Africa)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now