Virat Kohli Has Wallpaper of Neem Karoli Baba: বিরাটের ফোনে নিম করোলি বাবার ওয়ালপেপার, কঠিন সময়ে আশীর্বাদ পেতে মুঠোফোনে মহারাজজির ছবি (দেখুন ছবি)

২০২১-২২ সালে সেই কোহলিরও সেঞ্চুরির অশ্বমেধের ঘোড়া যেন হারিয়ে গিয়েছিল কোন অজানা প্রান্তরে। বহু চেষ্টা করেও নিজের ফর্ম, নিজের ক্রিকেটীয় শিল্পীসত্তার ধারেকাছে ফিরতে পারছিলেন না বিরাট। অবশেষে রাজার মতোই হয়েছিল তাঁর প্রত্যাবর্তন।

Neem Karoli Baba on Virat phone Photo Credit: X

এই মুহুর্তে আধুনিক ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী তিনি। শুধু ভারত নয়, গোটা বিশ্বই শচীন তেন্ডুলকরের পর তার নাম আলোচিত হয় । বিরাট কোহলি- এই নাম শুধু একজন ক্রিকেটারের নয়; বরং একটা গোটা প্রজন্মের ক্রিকেটকেই চিহ্নিত করে। ২০২১-২২ সালে সেই কোহলিরও সেঞ্চুরির অশ্বমেধের ঘোড়া যেন হারিয়ে গিয়েছিল কোন অজানা প্রান্তরে। বহু চেষ্টা করেও নিজের ফর্ম, নিজের ক্রিকেটীয় শিল্পীসত্তার ধারেকাছে ফিরতে পারছিলেন না বিরাট। অবশেষে রাজার মতোই হয়েছিল তাঁর প্রত্যাবর্তন। তবে এর নেপথ্যে ছিল এক  হিন্দুগুরুর নাম। যার আশীর্বাদ ও দর্শন এ নিজের পথ খুঁজে পেয়েছিলেন বিরাট তাঁর নাম  নিম করোলি বাবা। দেশ-বিদেশের বহু মানুষই তাঁকে ‘মহারাজজি’ নামেই চেনেন। টি২০ বিশ্বকাপের শুরু থেকে অফ ফর্মে থাকলেও ফাইনালের মঞ্চে তাঁর ঝোড়ো ইনিংসের সৌজন্যে ম্যাচে ফেরে ভারত। এবার বিরাট কোহলির ফোনের ওয়ালপেপারে দেখা গেল নিম করোলি বাবাকে। ফটোশিকারীদের তোলা ছবি থেকে এই তথ্য পাওয়া গেছে। এই হিন্দু গুরুর আশীর্বাদ বিরাটের কেরিয়ার আর জীবনের গতিপথ যে বদলে দিয়েছে আজ আর তাঁর সন্দেহ নেই। দেখুন সেই ছবি-

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now