Usman Khwaja, BGT 2023: 'ইন্ডিয়া, মে আরাহা হুঁ' হিন্দিতে বার্তা দিয়ে বেঙ্গালুরুর পথে অজি ওপেনার উসমান খোয়াজা (দেখুন পোস্ট)

ভিসার সমস্যা মিটতেই বৃহস্পতিবার সকালে ভারতে পাড়ি জমান অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খোয়াজা (Usman Khwaja)।

Usman Khwaja (Photo Credit: Usman Khwaja/ Instagram)

নাগপুরে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চার ম্যাচের বর্ডার-গাভাস্কার টেস্ট (Border-Gavaskar Test) সিরিজের জন্য ভিসার সমস্যা মিটতেই বৃহস্পতিবার সকালে ভারতে পাড়ি জমান অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খোয়াজা (Usman Khwaja)। পাকিস্তানে জন্ম হলেও অল্প বয়সেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই ব্যাটসম্যান। চলতি সপ্তাহেই ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জেতা অস্ট্রেলিয়ার ওপেনার বুধবার বেঙ্গালুরুর বিমানে উঠতে পারেননি। বেঙ্গালুরুতে খোয়াজা যোগ দেবেন সতীর্থদের সঙ্গে। প্রথম টেস্ট শুরুর আগে কোনো ট্যুর ম্যাচ না থাকায় আগামী কয়েক দিন পরিবেশে অভ্যস্ত হওয়ার জন্য এসে পড়েছেন অজি ক্রিকেটাররা।

বৃহস্পতিবার সকালে টুইট করে উসমান খোয়াজা লেখেন হিন্দিতে, 'ইন্ডিয়া, মে আরাহা হুঁ।' (ভারত, আমি আসছি)

 

View this post on Instagram

 

A post shared by Usman Khawaja (@usman_khawajy)