Tom Blundell Century: গোলাপি বলের ইতিহাসে প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে শতরানের মাইলফলক স্পর্শ টম ব্লান্ডেলের
নিউজিল্যান্ডের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ব্লান্ডেল প্রথম ইনিংসে ১৮১ বলে ১৩৮ রান করেন। দুর্দান্ত স্ট্রাইক রেটে ১৯টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে (Bay Oval, Mount Maunganui) ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টম ব্লান্ডেল (Tom Blundell)। এই ইনিংসের মাধ্যমে ব্লান্ডেল এখন দিবা-রাত্রির টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে শতরানের মাইলফলক স্পর্শ করেছেন।নিউজিল্যান্ডের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ব্লান্ডেল প্রথম ইনিংসে ১৮১ বলে ১৩৮ রান করেন। দুর্দান্ত স্ট্রাইক রেটে ১৯টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ব্লান্ডেলের ১৩৮ রান এখন দিবা-রাত্রির টেস্ট ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রান। উইকেটকিপার-ব্যাটারের শতরানের সুবাদে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৯ রানে পিছিয়ে পড়ে। ২০১৫ সাল থেকে দিবা-রাত্রির টেস্ট খেলা শুরু হয়।
দেখুন পোস্ট