Tom Blundell Century: গোলাপি বলের ইতিহাসে প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে শতরানের মাইলফলক স্পর্শ টম ব্লান্ডেলের

নিউজিল্যান্ডের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ব্লান্ডেল প্রথম ইনিংসে ১৮১ বলে ১৩৮ রান করেন। দুর্দান্ত স্ট্রাইক রেটে ১৯টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস।

Tom Blundell (Photo Credit: Cricbuzz/ Twitter)

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে (Bay Oval, Mount Maunganui) ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টম ব্লান্ডেল (Tom Blundell)। এই ইনিংসের মাধ্যমে ব্লান্ডেল এখন দিবা-রাত্রির টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে শতরানের মাইলফলক স্পর্শ করেছেন।নিউজিল্যান্ডের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ব্লান্ডেল প্রথম ইনিংসে ১৮১ বলে ১৩৮ রান করেন। দুর্দান্ত স্ট্রাইক রেটে ১৯টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ব্লান্ডেলের ১৩৮ রান এখন দিবা-রাত্রির টেস্ট ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রান। উইকেটকিপার-ব্যাটারের শতরানের সুবাদে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৯ রানে পিছিয়ে পড়ে। ২০১৫ সাল থেকে দিবা-রাত্রির টেস্ট খেলা শুরু হয়।

দেখুন পোস্ট