ICC Women T20 WC 2024: আজ মহিলাদের টি২০ বিশ্বকাপে অভিযান শুরু টিম ইন্ডিয়ার, হরমনপ্রীতদের শুভেচ্ছাবার্তা সচিনের

আজ, শুক্রবার থেকে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ অভিযান শুরু করছে ভারত। দুবাইয়ে হতে চলা হরমনপ্রীত কৌর-এর দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।

Photo Credit_Twitter

আজ, শুক্রবার থেকে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৪ (ICC Women T20 Cricket World Cup 2024)-এ অভিযান শুরু করছে ভারত (Indian Women's Cricket Team)। দুবাইয়ে হতে চলা হরমনপ্রীত কৌর-এর দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। বিশ্বকাপ অভিযান শুরুর ঠিক আগে হরমনপ্রীত কৌরের দলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করলেন ক্রিকেটের 'ভগবান' সচিন তেন্ডুলকর। গোটা দেশ হরমনপ্রীতদের হয়ে গলা ফাটাবেন বলে সচিন জানিয়েছেন।

এবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতের সঙ্গে বি গ্রুপে আছে নিউ জিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি টি-২০ বিশ্বকাপে কিউইদের পর হরমনপ্রীতদের পরবর্তী ম্যাচগুলি হল পাকিস্তান (রবিবার, ৬ অক্টোবর), শ্রীলঙ্কা ( বুধবার, ৯ অক্টোবর) ও অস্ট্রেলিয়া (রবিবার, ১৩ অক্টোবর)। গত বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল।

হরমনপ্রীতদের শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকর