Ravindra Jadeja Fined: আইসিসি-র নিয়ম ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হলেন ভারতীয় অলরাউন্ডার, জেনে নিন কারণ
ক্যামেরায় দেখা যায়, মহম্মদ সিরাজের হাতের তালু থেকে একটি পদার্থ নিয়ে বাঁ হাতের তর্জনীতে ঘষছেন জাদেজা। এই ঘটনা নিয়ে অনেক বিতর্ক হলেও আইসিসি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে, ক্রিমটি পুরোপুরি চিকিৎসাগত কারণে ব্যবহার করা হয়েছে।
মাঠের আম্পায়ারদের না জানিয়ে তর্জনীতে বেদনাপ্রশমক ক্রিম লাগানোর জন্য রবীন্দ্র জাদেজাকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা এবং আইসিসি-র পক্ষ থেকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিনেই এই ঘটনা ঘটে। ক্যামেরায় দেখা যায়, মহম্মদ সিরাজের হাতের তালু থেকে একটি পদার্থ নিয়ে বাঁ হাতের তর্জনীতে ঘষছেন জাদেজা। এই ঘটনা নিয়ে অনেক বিতর্ক হলেও আইসিসি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে, ক্রিমটি পুরোপুরি চিকিৎসাগত কারণে ব্যবহার করা হয়েছে। আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, রবীন্দ্র জাদেজা আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২০ ধারা লঙ্ঘন করেছেন, যা খেলার চেতনার পরিপন্থী আচরণ প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত।
প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন (Michael Vaughan) ও টিম পেইনের (Tim Paine)অভিযোগ করেছিলেন যে এই ক্রিমটি ম্যাচ বলের সাথে টেম্পারিং এর সাথে যুক্ত হতে পারে। আইসিসির এই বক্তব্য সেই তত্ত্বকে খারিজ করে দিয়েছে। তবে ভারতীয় ক্রিকেট দলের এই অলরাউন্ডারের পাশে এসে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেটার। তাঁরা বুঝিয়ে দিয়েছেন, এটা স্রেফ বেদনাপ্রশমক ক্রিম।