Naveen-Ul-Haq 50 T20I Wickets: প্রথম আফগান পেসার হিসেবে ৫০ টি২০ উইকেটের মালিক নবীন-উল-হক

স্পিনার রাশিদ খান (১৪২), মহম্মদ নবী (৯৫) ও মুজিব উর রহমানের (৫৯) পর চতুর্থ আফগান বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি

AFG T20I Team (Photo Credit: ESPNCricinfo/ X)

ত্রিনিদাদে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) ২৯তম ম্যাচে আফগানিস্তানের পেসার নবিন-উল-হক (Naveen-Ul-Haq) পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে দুর্দান্ত খেলেন। অভিজ্ঞ এই বোলার দুই উইকেট তুলে নিলে আফগানরা পিএনজিকে সাত উইকেটে বিধ্বস্ত করে সুপার এইটে পৌঁছে দেয়। ফজলহক ফারুকি ও নবীন মিলে ৫ উইকেট ভাগাভাগি করে ১০ রানে ৯ উইকেট নেন। চতুর্থ ওভারে নবীনকে নামানো হয় এবং তিনি তার প্রথম বলে একটি উইকেট পান। হিরি হিরি সামনে বলটি তার স্টাম্পে আছড়ে পড়ে। দ্বিতীয় ওভারে তার পরের শিকার হন টনি উরা। নবীন এখন ৪০ ম্যাচে ২০.৬৮ গড়ে ৫০ উইকেটের মালিক। তার ইকোনমি রেট ৭.৯২। স্পিনার রাশিদ খান (১৪২), মহম্মদ নবী (৯৫) ও মুজিব উর রহমানের (৫৯) পর চতুর্থ আফগান বোলার ও প্রথম পেসার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। Fazalhaq Farooqi-Rashid Khan Banter: 'তুমি চুপ কর', দেখুন ম্যাচ শেষে ফজলহক-রাশিদের মজার ভিডিও

দেখুন পোস্ট