IPL Auction: লখনৌ ছেড়ে বেঙ্গালুরুতে ফিরে অধিনায়ক হচ্ছেন রাহুল! পন্থ যাবেন চেন্নাইয়ে?

আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction) নিয়ে জল্পনার জল গড়াতে শুরু করল। শনিবার সন্ধ্যায় আইপিএলের দলবদল নিয়ে দুটো বড় জল্পনা শোনা গেল। তার মধ্যে আবার একটা জল্পনা সত্য়ি হতে চলেছে বলে দাবি ।

Kl Rahul

সেটি হল তিন বছর ধরে লখনৌ সুপার জায়েন্টসের (LSG) নেতৃত্বে থাকার পর, গোয়েঙ্কাদের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে লোকেশ রাহুল (KL Rahul) যোগ দিতে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-তে। বিরাট কোহলির দলে অধিনায়ক হতে চলেছেন কেএল রাহুল। ফাফ দু প্লিস-কে নেতৃত্বে এনেও কাপ আসেনি আরসিবি-তে। এবার তাই রাহুলকে দলে নিচ্ছে বেঙ্গালুরু।

সদ্য টি টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলে জায়গা পাননি কেএল রাহুল। তবে আইপিএলে তাঁর ধারাবাহিকতার রেকর্ড ঈর্ষণীয়। লো প্রোফাইল দল নিয়েও রাহুল লখনৌকে ভাল ফল এনে দিয়েছেন। রাহুলকে তারকাখচিত আরসিবি-তে এনে বাজিমাত করতে চাইছে বিরাটদের ফ্র্যাঞ্চাইজি। এর আগে 2015 থেকে ২০১৮- আইপিএল রাহুল আরসিবি-তে খেলেছিলেন বিরাট কোহলির নেতৃত্বে। সব ঠিকঠাক চললে এবার হিসেব উল্টে রাহুলের নেতৃত্বে খেলতে পারেন বিরাট।

দেখুন খবরটি

অন্য একটি জল্পনা হল, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালস ছেড়ে যোগ দিতে পারেন চেন্নাই সুপার কিংস। মানে ধোনির দলে যাচ্ছেন পন্থ। তবে পরে এই জল্পনায় জল পড়ে। পন্থ দিল্লিতেই থাকছেন বলে খবর।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif