Gautam Gambhir: রাজনীতির কেরিয়ারে ইতি, তিরুপতি মন্দিরে পুজো দিয়ে গম্ভীরের চোখে এখন আইপিএল

কানপাতলে অবশ্য শোনা যায় আসন্ন লোকসভা নির্বাচনে গম্ভীরকে টিকিট দিত না বিজেপি। আর তাই তিনি নিজে থেকেই সরে গিয়েছেন।

Gautam Gambhir (Photo Credit: Nadir Khan/ X)

পাঁচ বছর আগে ভোটে জিতে পূর্ব দিল্লির সাংসদ হয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। কিন্তু নিজের কেন্দ্রে সময় না দিয়ে, লোকসভায় অনপুস্থিত থেকে, বিজেপির দলীয় কর্মসূচি এড়িয়ে রাজনীতিতে তেমন সুবিধা করতে পারেননি গম্ভীর। ক দিন আগেই তিনি ঘোষণা করেন আর রাজনীতিতে থাকতে চান না, আর তাই এবার আর ভোটে দাঁড়াবেন না।

কানপাতলে অবশ্য শোনা যায় আসন্ন লোকসভা নির্বাচনে গম্ভীরকে টিকিট দিত না বিজেপি। আর তাই তিনি নিজে থেকেই সরে গিয়েছেন। এদিকে, সামনেই আইপিএল। গম্ভীর ফিরেছেন তাঁর পুরো ফ্র্যাঞ্চাইজি কেকেআর-এ। যে কলকাতা নাইট রাইডার্স তাঁর হাত ধরেই দু দুটো আইপিএলের খেতাব জিতেছিল। রাজনীতিকে বাই বাই করে আর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতাকে আইপিএল এনে দিতে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজির মন্দিরে পুজো দিলেন গম্ভীর। ভিআইপি লাইনে দাঁড়িয়ে গম্ভীর তিরুপতির মন্দিরে ঢুকে মন দিয়ে পুজো দিলেন।

দেখুন ভিডিয়ো

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)