Rashid Khan Wife: 'স্ত্রীর ছবি কই'? দেখুন, রাশিদ খানের স্ত্রীকে দেখতে নেটপাড়ায় পোস্টের বন্যা ভক্তদের

রাশিদ খানের বিয়ের পর থেকেই তার স্ত্রী কে হচ্ছেন তা জানতে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তবে স্ত্রীর সম্পর্কে এই মুহূর্তে কোনও তথ্য পাওয়া যায়নি, এমনকি স্ত্রীর কোনও ছবিও শেয়ার করেননি রাশিদ খান।

Rashid Khan and His Brothers (Photo Credit: Afghan Altan/ X)

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রাশিদ খান (Rashid Khan) ২৬ বছর বয়সে বিয়ে করেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে পশতুন রীতি অনুযায়ী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সব ভাইয়েরা একসঙ্গে বিয়ে করেছন, প্রকাশ্যে এসেছে তার ছবিও। রাশিদ খানের কতজন ভাইবোন রয়েছে তা তিনি প্রকাশ করেননি, তবে তার তিন ভাই একই দিনে রাশিদের সঙ্গে বিয়ে করেছেন। রাশিদ খানের বিয়ের পর থেকেই তার স্ত্রী কে হচ্ছেন তা জানতে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তবে স্ত্রীর সম্পর্কে এই মুহূর্তে কোনও তথ্য পাওয়া যায়নি, এমনকি স্ত্রীর কোনও ছবিও শেয়ার করেননি রাশিদ খান। রাশিদ তার আত্মীয়কে বিয়ে করেছেন বলে কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাছাড়া তালিবান শাসিত আফগানিস্তানে মহিলাদের প্রকাশ্যে আসার অনুমতি এমনিতেও নেই সেই কারণে তিনি হয়তো ছবি প্রকাশ করেননি কিন্তু ভক্তদের আগ্রহ এতে কমেনি। Rashid Khan Wedding: কাবুলে জাঁকজমকে বিয়ে সারলেন আফগান তারকা রাশিদ খান, দেখুন ভাইরাল ছবি, ভিডিও

মহম্মদ নবী সবচেয়ে আগে এই বিয়ের ছবি শেয়ার করায় ছবি দেখতে চেয়ে ভক্তরা তাঁর পোস্ট ভরিয়ে দিয়েছে, একনজরে ভক্তদের উন্মাদনার এক ঝলক-