England XI, Ashes 2023: অ্যাশেজের প্রথম টেস্টে দলে মঈন আলি, ব্রডের পরিবর্তে এলেন মার্ক উড
বেন ডাকেট ও হ্যারি ব্রুকের অ্যাশেজে অভিষেক হতে যাচ্ছে
এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। অফস্পিন অলরাউন্ডার মঈন আলির টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়টি নিশ্চিত হয়েছে অন্যদিকে, স্টুয়ার্ট ব্রডের বদলে দলে নেওয়া হয়েছে মার্ক উড। জ্যাক লিচের পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দলে এসেছেন মঈন আলি। আয়ারল্যান্ডের টেস্ট থেকে বাদ পড়া জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনও দলে ফিরেছেন। অন্যদিকে, ২০২৩ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি উড। ইংল্যান্ডের বাকি সেরা সাত ব্যাটসম্যান অপরিবর্তিত রয়েছে। বেন ডাকেট ও হ্যারি ব্রুকের অ্যাশেজে অভিষেক হতে যাচ্ছে। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন জনি বেয়ারস্টো। ২০০১ সালের পর থেকে ইংল্যান্ডে কোনও অ্যাশেজ সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া, স্টোকস বাহিনী চাইবে এই ধারা বজায় রাখতে।