Bengal Cricketer Suvojit Banerjee: থেমে গেল 'ঘোড়ার' দৌড়, ৩৯ বছর বয়সে হৃদরোগে মৃত্যু হল বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ-এর
২০১৪ সালে লক্ষ্মীরতন শুক্লের অধীনে বিজয় হাজারে ট্রফিতে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে বাংলা জিতেছিল ওড়িশাকে হারিয়ে। শুভজিৎ ৩৩ রান করেছিলেন। একই বছরের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতেও অভিষেক হয় শুভজিতের।
নিজের বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে সোমবার (২৩ ডিসেম্বর) প্রয়াত হলেন বাংলার ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। সোনারপুরের নোয়াপাড়ার বাসিন্দা শুভজিৎ সকালে প্রাতরাশ সেরে আবার ঘুমোতে গিয়েছিলেন। বিকেলের দিকে তাঁর বাবা ডাকাডাকি করার পরেও তিনি সাড়া দেননি। তখন চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক এসে শুভজিৎকে মৃত ঘোষণা করেন।ক্রিকেটমহলে পরিচিত ছিলেন ‘ঘোড়া’ বলে, সেই ঘোড়ার দৌড় থেমে গেল ৩৯ বছরে।
২০১৪ সালে লক্ষ্মীরতন শুক্লের অধীনে বিজয় হাজারে ট্রফিতে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে বাংলা জিতেছিল ওড়িশাকে হারিয়ে। শুভজিৎ ৩৩ রান করেছিলেন। একই বছরের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতেও অভিষেক হয় শুভজিতের। ইউসুফ পাঠান, মুনাফ পটেলের মতো ক্রিকেটার সমৃদ্ধ বরোদার বিরুদ্ধে নেমেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন।২০১৪ সালের ৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর, এই ৫৪ দিন বাংলার হয়ে ক্রিকেটজীবন স্থায়ী হয়েছিল শুভজিতের। এই সময়ের মধ্যে তিনি বাংলার হয়ে তিনটি রঞ্জি ম্যাচ এবং চারটি লিস্ট এ ম্যাচ খেলেছেন।
বাংলার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের জার্সিতেও খেলেছেন বহু ম্যাচ। জিতেছেন একাধিক ট্রফি। গত মরশুমে মনোহরপুকুর মিলন সমিতির হয়ে খেলেছিলেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণের জন্য সিএবির পতাকা গতকাল অর্ধনমিত রাখা হয়।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)