AUS U19 vs IND U19 1st Youth ODI: টসে জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া, একনজরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের একাদশ

আজ, ২১ সেপ্টেম্বর এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ ভারতে টিভিতে দেখানো হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network), এছাড়া অনলাইনে দেখা যাবে জিওহটস্টার (Jio Hotstar) অ্যাপে।

Ayush Mhatre and Vaibhav Suryavanshi (Photo Credits: IPL/ X)

AUS U19 vs IND U19 1st Youth ODI: অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল এবং ভারত অনূর্ধ্ব-১৯ দল আজ প্রথম যুব ওয়ানডে (Youth ODI) ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচ ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে (Ian Healy Oval, Brisbane) আয়োজিত হয়েছে। ভারতের হয়ে এই তরুণ দলের দায়িত্বে রয়েছেন আয়ুষ ম্হাত্রে (Ayush Mhatre)। তিনি ছাড়াও এই ম্যাচে নজর থাকবে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ওপর। আজ, ২১ সেপ্টেম্বর এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ ভারতে টিভিতে দেখানো হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network), এছাড়া অনলাইনে দেখা যাবে জিওহটস্টার (Jio Hotstar) অ্যাপে। IND A vs AUS A 1st Unofficial Test: লখনউয়ে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ প্রথম আনআফিসিয়াল টেস্ট শেষ ড্রয়ে

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের একাদশঃ বৈভব সূর্যবংশী, আয়ুষ ম্হাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক) আর এস অম্বরিশ, কনিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, কিষাণ কুমার।

আজ থেকে শুরু অনূর্ধ্ব-১৯ যুব সিরিজ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement