Ambati Rayudu's CPL Withdrawal: ক্যারিবিয়ান লিগের মাঝপথে সরে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন অম্বাতি রায়ডু

এর আগে টেক্সাস সুপার কিংস মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্বোধনী মেজর লিগ ক্রিকেট প্রতিযোগিতার জন্য অম্বাতি রায়ডুকে চুক্তিবদ্ধ করে কিন্তু লিগ শুরু হওয়ার পাঁচ দিন আগে সরে দাঁড়ান রায়ডু

Ambati Rayudu Withdraws from CPL (Photo Credit: MazaPlay/ X)

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন ম্যাচ খেলেই বিদায় নিলেন অম্বাতি রায়ডু। আয়োজকরা জানিয়েছেন, 'ব্যক্তিগত কারণে' এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তবে রায়ডু জানিয়েছেন, তিনি আগামী ২৮ অগস্ট পর্যন্তই সিপিএল খেলতে চুক্তিবদ্ধ ছিলেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসকে সরিয়ে রায়ডুকে দলে নেয়। কারণ সেই সময় আন্তর্জাতিক প্রতিশ্রুতির কারণে সরে দাঁড়াতে হয়েছে প্রোটিয়া ক্রিকেটারকে। প্রবীন তাম্বের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে সিপিএলে খেলার নজির গড়ছেন চেন্নাই সুপার কিংসের এই তারকা। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন তিনি। এর আগে টেক্সাস সুপার কিংস মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্বোধনী মেজর লিগ ক্রিকেট প্রতিযোগিতার জন্য অম্বাতি রায়ডুকে চুক্তিবদ্ধ করে কিন্তু লিগ শুরু হওয়ার পাঁচ দিন আগে সরে দাঁড়ান রায়ডু। Sai Sudarshan: কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ তিন ম্যাচে সারেতে সাই সুদর্শন