Pathum Nissanka: অজিদের বিরুদ্ধে টেস্টের মাঝে করোনা হানা শ্রীলঙ্কা শিবিরে

দেশজুড়ে চলছে চরম অব্যবস্থা। খোদ দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা পলাতক। তাঁদের বাসভবন দখল করে সেখানে থাকছেন হাজার হাজার মানুষ।

Sri lanka (Photo Credit: Getty Images)

দেশজুড়ে চলছে চরম অব্যবস্থা। খোদ দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা পলাতক। তাঁদের বাসভবন দখল করে সেখানে থাকছেন হাজার হাজার মানুষ। ভেঙে পড়েছে অর্থনীতি, প্রশাসনিক ব্যবস্থা। এর মধ্যেও গলে চলছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। তবে একে বিক্ষোভে রক্ষা সঙ্গে করোনা দোসর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গলে দ্বিতীয় টেস্টের মাঝে করোনা আক্রান্ত হলেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা।

অ্যান্টিজেন ও পিসিআর টেস্টের পর নিসাঙ্কার কোভিড রিপোর্ট পজেটিভ আসে। তাঁকে অন্য এক হোটেলে আইসোলবেশনে রাখা হয়েছে। নিসাঙ্কা প্রথম ইনিংসে ৬ রানে আউট হয়েছিলেন। তাঁর পরিবর্তে গল টেস্টে খেলছেন ওশাদা ফার্নান্দো। এত কিছুর পরেও শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৫০ রানের কাছাকাছি লিড নিয়ে ফেলেছে। আজ, সোমবার চতুর্থ দিনের খেলা চলছে। সিরিজে সমতা ফেরানোর সুযোগ লঙ্কা বাহিনীর কাছে। আরও পড়ুন-দেশের করোনা পরিস্থিতি

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif