Unbelievable Scenes In Cricket: ক্রিকেট মাঠে অবিশ্বাস্য দৃশ্য, স্ট্যাম্প ভাঙলেও বেল না পড়ায় আউট হলেন না ব্যাটার

এ হল খেতে খেতে উপবাস, কিংবা সূর্যের আলোয় বসে অন্ধকারের ডিনারের মত জিনিস। ব্যাটার বোল্ট হয়েও আউট হলেন না, কারণ উইকেটের স্ট্যাম্প ভাঙলেও বেল পড়ল না! বাইশ গজের খেলায় এমনই অবাক করা কাণ্ড ঘটল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

এ হল  খেতে খেতে উপবাস, কিংবা সূর্যের আলোয় বসে অন্ধকারের ডিনারের মত জিনিস। ব্যাটার বোল্ট হয়েও আউট হলেন না, কারণ উইকেটের স্ট্যাম্প ভাঙলেও বেল পড়ল না! বাইশ গজের খেলায় এমনই অবাক করা কাণ্ড ঘটল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।সেই কাণ্ড আরও একবার প্রশ্ন তুলে দিল নিয়মটারই। প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হওয়া জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'বিগ ক্রিকেট লিগ'-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউপি ব্রিজ স্টার্স ও এমপি টাইগার্স।

সুরাটের মাঠে হওয়া এই ম্যাচে ইউপি ব্রিজ স্টার্সের ব্যাটার চিরাগ গান্ধী (Chirag Gandhi)-কে বল করছিলেন এমপি টাইগার্সের পবন নেগি (Pawan Negi)। চিরাগ তখন ৯৮ রানে ব্যাট করছেন। পবনের বলে পরাস্ত হয়ে চিরাগের উইকেট ভাঙে, কিন্তু বেল পড়েনি। বিভ্রান্ত হয়ে মাঠের দুই আম্পায়ররা, তৃতীয় আম্পয়ারের সাহায্য নেন।

স্ট্যাম্প ভাঙলেও পড়ল না বেল

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)