Asian Games 2023: ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র বজরং পুনিয়া, বিনেশ ফোগাটদের

দেশের দুই তারকা কুস্তিগীরদের দাবি মানল কর্তৃপক্ষ। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদরত দুই কুস্তিগীরকে বজরং পুনিয়া ও বিনেশ ফোগাটদের এশিয়ান গেমসের ট্রায়াল থেকে ছাড় দেওয়ার অনুমতি দেওয়া হল।

Bajrang Punia

দেশের দুই তারকা কুস্তিগীরদের দাবি মানল কর্তৃপক্ষ। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদরত দুই কুস্তিগীরকে বজরং পুনিয়া ও বিনেশ ফোগাটদের এশিয়ান গেমসের ট্রায়াল থেকে ছাড় দেওয়ার অনুমতি দেওয়া হল। ফলে ট্রায়ালে না থাকলেও সরাসরি আসন্ন এশিয়ান গেমসে খেলতে পারবেন বজরং, বিনেশরা। গত এশিয়ান গেমসে দু'জনেই সোনা জিতেছিলেন। এদিনই আবার যৌন হেনস্থা কাণ্ডে জামিন পান বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং।

ব্রিজভূষণকে গ্রেফতার না করা হলে এশিয়ান গেমসে নামবেন না তারা, এমন কথা গত মাসে বলেছিলেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক।

দেখুন টুইট