Badminton, Asian Games 2023: এশিয়ান গেমসের সেমিফাইনালে এইচ এস প্রণয়, ছিটকে গেলেন পিভি সিন্ধু
নয়াদিল্লিতে ১৯৮২ সালে সৈয়দ মোদীর (Syed Modi) ব্রোঞ্জ জয়ের পর এই প্রথম এশিয়ান গেমসে পুরুষ সিঙ্গলসে পদক জিতবেন প্রণয়
মালয়েশিয়ার লি জি জিয়াকে (Lee Zii Jia) তিন গেমে হারিয়ে ব্যাডমিন্টনে ভারতের পদক নিশ্চিত করেছেন এইচ এস প্রণয় (H.S. Prannoy) কিন্তু বৃহস্পতিবার এশিয়ান গেমসে মহিলাদের সিঙ্গলসে পি ভি সিন্ধু (P.V. Sindhu) হেরে ছিটকে গেলেন। বিশ্বের সাত নম্বরে থাকা প্রণয় ৭৮ মিনিটের কোয়ার্টারফাইনালে বিশ্বের ১৬ নম্বরে থাকা লি জি জিয়াকে যথাক্রমে ২১-১৬, ২১-২৩, ২২-২০ গেমে পরাজিত করেন। নয়াদিল্লিতে ১৯৮২ সালে সৈয়দ মোদীর (Syed Modi) ব্রোঞ্জ জয়ের পর এই প্রথম এশিয়ান গেমসে পুরুষ সিঙ্গলসে পদক জিতবেন প্রণয়। ক্লান্ত প্রণয় নির্ণায়ক ম্যাচে দু'টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দুর্দান্ত জয় তুলে নেন। এর আগে দু'বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু সরাসরি গেমে চিনের হি বিংজিয়াওয়ের (He Bingjiao) কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন। বিশ্বের ৫ নম্বরে থাকা বিংজিয়াওর বিরুদ্ধে ৪৭ মিনিটে ১৬-২১, ১২-২১ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সিন্ধু। Antim Panghal Lost, Asian Games: এশিয়ান গেমসে কোয়ার্টারফাইনালে হেরে গেলেন কুস্তিগীর অন্তিম পঙ্ঘাল
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)