Asian Games 2023: সেমিতে হার বজরং পুনিয়া সহ ভারতের চার কুস্তিগীরের

শুক্রবার হাংঝৌ এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য অব্যাহত। মহিলাদের তিরন্দাজির দলগত বিভাগে ব্রোঞ্জ জিতে ভারতের ৮৭টি পদক জেতা হয়ে গেল।

Bajrang Punia (Photo Credit: ANI/ X)

শুক্রবার হাংঝৌ এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য অব্যাহত। মহিলাদের তিরন্দাজির দলগত বিভাগে ব্রোঞ্জ জিতে ভারতের ৮৭টি পদক জেতা হয়ে গেল। চলতি এশিয়ান গেমসে একশো পদক জেতা ভারতের এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। পুরুষদের ক্রিকেটে ফাইনালে উঠেছে ভারত। মহিলাদের কবাডিতেও সোনা জেতার ম্যাচে খেলার যোগ্যতা পেল। তবে কুস্তিতে হতাশার খবর। ভারতের তারকা কুস্তিগীর তথা অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া সেমিফাইনালে হেরে গেলন।

পুরুষদের ফ্রি স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের ফাইনালে ওঠার ম্যাচে বজরঙ হারলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইরানের রহমান আমৌজাদখাল্লির বিরুদ্ধে ১-৮ ফলে। আজ, শুক্রবার সন্ধ্যায় বজরঙ নামছেন ব্রোঞ্জ জয়ের ম্যাচে। বজরং সহ ভারতের চার কুস্তিগীর হারলেন সেমিফাইনালে।

দেখুন এক্স

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)