World Athletics Championships 2022: নীরজের খেলায় মহিলাদের বিভাগে সপ্তম ভারতের অঞ্জু রানী
আমেরিকায় আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্সে মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে ফাইনালে সপ্তম স্থানে শেষ করলেন ভারতের অন্নু রানী।
আমেরিকায় আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্সে (World Atheletics Championships 2022) মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে ফাইনালে সপ্তম স্থানে শেষ করলেন ভারতের অন্নু রানী (Annu Rani)। ফাইনালে ৬১.১২ মিটার ছুঁড়ে সাতে থাকলেন অন্নু। যেখানে অন্নুর ব্যক্তিগত সেরা ৬৩.৮২ মিটার (জাতীয় রেকর্ড)। এদিন ফাইনালে ৬৬.৯১ মিটার ছুঁড়ে সোনা জিতলেন অস্ট্রেলিয়ার কেলসে লি বার্বার। রুপো ও ব্রোঞ্জ জিতলেন যথাক্রমে আমেরিকা যুক্তরাষ্ট্রের কারা উইঙ্গার (৬৪.০৫ মিটার) ও হারুকা কিতাগুচি (৬৩.২৭ মিটার)। আগামিকাল, রবিবার পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নামছেন নীরজ চোপড়া। আরও পড়ুন-টিভিতে হবে না, তাহলে সরাসরি কীভাবে দেখবেন ম্যান ইউয়ের ম্যাচ
দেখুন টুইট