Thar Accident Video: থর কিনে মহাবিপত্তি, শোরুম ভেঙে নতুন গাড়ি উড়ল আকাশে, তারপর...
মাহিন্দ্রার নয়া থর (Thar) কিনে শোরুমেই পুজো দিতে চান এক মহিলা। গ্রাহকের আবেদন ফেলতে পারেনি শোরুম। তার তারপরই যে ঘটনা ঘটে যায়, তা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও।
ঘটনা খুলেই বলা যাক তাহলে। এক মহিলা নয়া থর কিনে নতুন গাড়ির চাকায় লেবু পিষে পুজো দিতে চান। সেই মত, শোরুমের ভিতর গাড়িতে উঠে যখন ওই মহিলা লেবু পিষতে যান, সেই সময় থর উলটে পড়ে।
দেখা যায়, লেবু পিষে দেওয়ার চক্করে নয়া থর শোরুম ভেঙে নীচে পড়ে যায়। অর্থাৎ শোরুম ভেঙে থর রীতিমত আকাশে উড়ে নীচে নেমে যায়। নতুন গাড়ির যেমন দফারফা হয়ে যায়, তেমনি আহও হন ওই মহিলা। নয়া থর শোরুমে ভেঙে আকাশে উড়তে শুরু করলে, তিনিও পড়ে আটকে যান গাড়ির ভিতরে। দিল্লির এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এলে তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়।
দেখুন নতুন থর কিনে গাড়ি নিয়ে কীভাবে নীচে উলটে পড়লেন মহিলা...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)