Telangana: ক্রেতার ভিড় দেখে বাইক সমেত দোকানে সেলসম্যান, (দেখুন ভিডিও)

সময় মতো কাউন্টারে পৌঁছাতে পারেননি, এদিকে ক্রেতা চলে এসেছে। তাই হুড়মুড়িয়ে বাইক নিয়েই দোকানে ঢুকে পড়লেন সেলসম্যান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) খাম্মামের রবিছেত্তু বাজারে।

Man turned up to work in a hurry( Video screen grab)

সময় মতো কাউন্টারে পৌঁছাতে পারেননি, এদিকে ক্রেতা চলে এসেছে। তাই হুড়মুড়িয়ে বাইক নিয়েই দোকানে ঢুকে পড়লেন সেলসম্যান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার  (Telangana) খাম্মামের রবিছেত্তু বাজারে। সাতসকালেই বাজারে প্রসিদ্ধ বস্ত্রবিপণিতে ক্রেতার ভিড় বাড়তে থাকে। কিন্তু ট্রাফিক কাটিয়ে তখনও কর্মক্ষেত্রে পৌঁছাতে পারেননি দোকানে সেলসম্যানছ এদিকে আগের দিনই মালিকের সতর্কবাণী তাঁর ভালরকম মনে আছে। এদিন সকাল সকাল কাজে না এলে মাইনপত্তর কমবে। তাই দোকানে ক্রেতা দেখে বাইক নিয়েই সোজা পোশাকের শোকেসে ধাক্কা মেরে একেবারে বিক্রেতার আসনে গিয়ে বসলেন সেলসম্যান। ততক্ষণে কাউন্টার ছেড়ে পরিবার নিয়ে পালাতে পারলে বাঁচেন  ক্রেতা। এমন অভাবনীয় ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। 

এই সেই ভিডিও

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now